মিথ্যের খোলসে সত্য চাপিয়ে
হয়েছে দেশ,গণতন্ত্রের বদনাম!!
আজি তাই দিতে হবে খাঁটি দাম
হে স্বদেশপ্রিয়,তোমায় জানালাম।।


পৃথিবী আজি ধ্বংসের মুখে
মুখথুবড়ে গণতন্ত্রের নামে রাজনীতি!
ধ্বংসলীলায় মত্ত শকুন,ক্রিয়াতে রতি
ক্রন্দনে আজি স্তব্ধ পরাহত জননী।।


হত ব‍্যাঘ্র জানে না পৃথিবী আজি কেঁপে
সত‍্যের চেপে মিথ্যে ইন্দ্রজাল তেমনি ব‍্যাপ্তিতে!
শাসন-শোষণ নীরব সাক্ষী প্রীতি ব‍্যাধিভরা
ক্ষমতা আজি দম্ভের শিরে লুটে স্বরাজ তরে।।


যারা আজি মুখোশধারী রক্ত-শোষণের ভাগীদার
তারাই তীর বিঁধে উল্টো পিঠে,শাসনের অঙ্গীকার!
ইতিহাস জানে,রক্তক্ষয়ের বলিদান দাগী
স্বদেশপ্রিয় নীরব দর্শক তারাই আজি ঘাগি।।


খাঁটি প্রেম স্বদেশ গড়ে ইতিহাস রেখে
মিথ্যার কলম ভঙ্গুর বাঁকে দস্তখতের ম‍্যাপে!
আমরা চেয়েছি স্বচ্ছ দেশ গণতন্ত্রের অধিকার
বিধ্বংসী ইতিহাসে দাগ লেগে স্বৈরতন্ত্রের শাসনাকার।।


বিদ্রোহী মনে!আজ শোনে না মানা
স্বদেশপ্রেমে চায় আজ স্বচ্ছের বার্তা,
ঘৃণা নয়,প্রেম ভালবাসা স্বদেশভূমি
সংঘাত নয় মুক্ত কোলাহলে গণতন্ত্রের ভিত!!


শোন হে স্বদেশপ্রিয়,আর নয় দ্বন্দ্ব
ইতিহাস!আজ সাক্ষী নীরব প্রীতি
আজ গড়ি চল সত‍্য ও ন‍্যায়ের   গণতন্ত্র
অমরত্বে লোভ নয় হিংসা জঞ্জাল নিপাতে স্বদেশপ্রীতি।।


জমা১৯.০৬.২০২১