ধর্ম কোথায় খোঁজরে ভাই
খোঁজো আপন অন্তরে
বিবেক সত্ত্বায় জানান দিয়ে
ডাক শ্রদ্ধায় তারে।।
নাইরে তাহার দেশ,নাইরে তার স্থান
লন্ঠন, লিওনে জ্বালিয়ে তারে
পাবে না সঠিক দিশারে।।
ধর্মের কি ভাই ধ্বজা রয়?
সত্য যে তাহার জয়
খোঁজ তারে অন্তরেতে
যাচ তারে আপন বিচারে।
শুদ্ধসত্ত্বায় আত্মমন্থনে
ডাক অর্হনিশিতে
ধর্ম যে ধারণে রয়
পাবে দেখতে হৃদে।।
সুপ্ত চেতনাতে লুপ্ত রয়
ধর্ম যে পদবী নয়
ধর্ম যে বিবেকচৈতন‍্যে মগ্ন রয়
তাই শ্রদ্ধায় ডাক তারে।।
বলি ভাই শোন শোন রে
ধর্ম যে আপন অন্তরেতে।।