কবিতা ও কবি


দু'য়েক কবিতা লিখলে কবি বলে সকলে
সত্যি কি তাই?
আমি দেখি রোজ কবিতা কত সৃষ্ট হয়,
কখন ও আবেগে ভেসে কখনো নিভৃত কল্পনার সৃষ্ট রসগম্ভীরে,
কখন ছেড়া খাতায় গদ্য কিংবা পদ্যের অলীক ভাবনায়
আবার কখনো তো দর্শন -চিন্তায় কবিতা ফুটে ওঠে!
আবার কেউ সৃষ্ট করে কবিতার সামাজ্র্য
কেউ ছেড়া কাঁথায় বাস্তব জীবনের চলচ্চিত্র ফুটিয়ে তোলে,
আমি আপনি তা উপলব্ধি করি
কবিরা লালন করে সৃষ্টিকে
কখনো আবেগে ভাসে
কখনো আবেগে কাঁদে
কখনো কখনো নিঃশ্চুপে বর্ণনা করে
আবার কেউ অনুসরণ করে বিখ্যাত কাব্যগ্রন্থগুলিকে
আবার কেউ কালজয়ী সৃষ্টির নেশায় বিভোর
ঘোর অমানিশা কখনো জোস্নাশোভিত শোভাবর্ধন করে,


,,,,,,,,,সব সৃষ্টি,,,
কেউ হয়তো যুগের পর যুগ প্রতীক্ষা করে কবিতার জন্য,,
সৃষ্ট যদি স্বর্ণাক্ষরে মুদ্রিত হয়
চুল পেকে ফ্যাকাসে সাদা হলে ক্ষতি কি তাতে!
যদি কবিতা ও কবি তৃপ্তির আসনে বসে।।