কবিতা ~~


কবিতা লিখতে আবেগ লাগে
আর এর প্রয়োজন দার্শনিক মন
হ‍্যাঁ কথাটি ধ্রুব সত‍্য
কেননা সৃষ্টি করতে শিল্পীকে তার তত্ত্বকে অনুধাবন করতে হয়
শিল্পকে আঁকড়ে বাঁচতে শিখতে হয়
প্রাণ প্রতিষ্ঠা করতে হয়
প্রাণ না দিলে এর রূপ,রস,গন্ধ কোনটাই স্ব প্রতিষ্ঠত হয়  না
বৃক্ষকে যেমন রোপন করলে সে শুধু বেড়ে ওঠে না
এর জন্য  যথেষ্ট পরিচর্যার প্রয়োজন পরে
তেমনি ভাবে কোন শিল্পী তার শিল্পের নিপুণতা তার  আকর্ষিত করে শিল্পের মাধ্যমে।
শিল্প তো শিল্পীর প্রাণ
কখনও সখ্যতা গড়ে ওঠে ঘনিষ্ঠভাবে
কখনও একাকিত্বের সাঙ্গ দেয় গভীরভাবে
হৃদয়ের ক্ষতবিক্ষত  অঙ্গাষ্ঠু গুলো নতুন করে বাঁচতে শেখায়
কবিতা নতুন করে না বলা কথা ব‍্যক্ত করে সুরের মূর্ছনায়।
কখনও কল্পনাকে বাস্তবে রূপ দেয়
কখনও খুব  অপ্রিয় সত্যকে সত্যির মুখোমুখি করে
জীবনের  উপস্থিত  উপলব্দিকে অকপটে প্রকাশ‍্যে আনে সূর্যের আলোকের মত।
☆☆রিনা দাস
11.06.2022.