মাগো ওরা বলে


মাগো ওরা বলে ধর্মের ধ্বজা রয়
আমি তো দেখি মাগো,
মানুষ মানুষে বিভেদ নয়কো
শুধু সাম্যতা ,প্রীতির বন্ধনে
দৃঢ়তা করে" মানবতার জয়"।।
ওরা বলে,"ওই টিকি বামুনে পৈতে
ওই দেখো গোঁড়ামি হিন্দুতে ভাই
হিন্দু কি জাত রয়!না ওদের করো
ভিটে ছাড়া, ওদের তিল ঠাঁই নাই।।
আমি বলি-" দাঁড়িতে মুয়াজ্জিন
বামুনে সহোদর ভ্রাতা-প্রীতিতে
দিও সহস্থানে ঠাঁই।।
ওরা বলে," নামাজ-রোজা ঈমানের অঙ্গ
মুসলিমেরা ভাই ভাই--
আমি বলি, ধর্ম ভাই ন্যায়ের অঙ্গ
যেখানে আদর্শ মনুষত্ব নীতি
হিন্দু-মুসলিম সহোদর ভাই।"
ওরা বলে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম মোদের
এছাড়া অন্য কিছু নেই
আমি বলি স্ব-স্ব ধর্মপালন শ্রেষ্ঠ
অন্য ধর্মে তাচ্ছিল্য, অপমান নহে
অজ্ঞতা ও ধর্মান্ধতা ছাড়ো ভাই।।