তুমি ভেবে দেখেছ কি হায়!
শতাব্দি গড়িয়ে যায়,
মৃত্তিকা রক্ষে সকল জাতিকে
হেয় করে না অবলীলায়।।
কালজয়ী সৃষ্টি অক্ষত রহে
নিয়মের গতিধারায়,
চেয়ে থাকে নির্লিপ্ত নির্বিকারে
শোষণ ক্ষতে বীভৎস যন্ত্রণায়!!
দগ্ধ -শোষণে বিষের ফেনিল
ওষ্ঠ বিপরীত ক্রিয়ায়,
নবাগত রক্তে স্বেদ ব্যভিচারে
গ্রহণে কি সহনশীলতায়!!
তুমি ভেবে দেখেছ কি হায়!
কম্পিত রুষ্টে নয়,
শীতল পরশে মৃত্তিকার রক্ষে
অনির্ব্বচনীয় স্নিগ্ধতায়।।