অপেক্ষা


ভোরের আলো ফুটে ওঠে নতুন স্বপ্ন নিয়ে
দিনের শেষে ক্লান্তি নামে
শত ব্যস্ত সময় পার হয় !
কেউ রোজ গড়ার প্রত্যয় করে
কেউ রোজ আশা জিইয়ে রাখে;
কেউ কাঙ্ক্ষিত সাফল্যের খোঁজ করে
কেউ হতাশায় জর্জরিত হয়!
এতোকিছুর পর ও সময় শুধু অপেক্ষা করে
স্রোতের নিয়মে সময় বয়ে চলে।
কিন্তু একবিন্দু আশা জীবনকে আবার নতুন ভোরের স্বপ্ন দেখায় নতুন করে বেঁচে থাকার জন্য
সময় শুধু শেখায় ব্যর্থর নয়
সাফল্য পেতে সুচের কাটায় সঠিকভাবে সুতো বুনতে হয়
কেউ দীর্ঘ অপেক্ষায় জীবনকে সাজায়
কেউ হতাশায় নিমজ্জিত হয়
কেউ মাথা ঘুরিয়ে দাঁড়াতে শেখে
নতুন ভাবে নতুন নতুন:::::
আর ও নতুন ভাবে যেটুকু খাদ থাকে আবরণে ঢেকে
নিপুণ সাজিয়ে
প্রাপ্তির খাতায় জাজ্জ্বল্যমান পেতে
অপেক্ষা এই তো জীবন।।