পথ দেখাও তুমি


কার ও বা  হয় দিন ভোর
কার বা কাটে কষ্টের প্রহর,
অগণিত চাওয়া-পাওয়া নিরেট দস্তর
সত্যকোষে জীবনের সমীকরণ বিস্তর!!


হাওয়া বদল ঋতু পরিক্রমায়
কিছু বেরী শৃঙ্খল  বদ্ধপরিক্রমায়,
নতজানু হতে শেখায় বিনম্র শ্রদ্ধায়
ক্ষণস্থায়ী জীবনমাঝে শুধুই ভাবায়।।


শূন্য রয় আসা-যাওয়া
পূণ্য হয় কর্মের কলসখানি
তবুও অবুঝ বালকসুলভে
আবরণে ঢাকে সকামকর্মখানি।।


ভ্রমজালে মধু সিঞ্চনে ডাকে
ছলনাময়ী কিঙ্করী ওহে সুন্দরী,
ঠিক কি ভুল এ বড় মুশকিল
তবুও যুঝে না অন্তরপ্রেমী।।


কর্মই ধর্ম সঠিক বিচার চাই
বিবেক জাগ্রত চিত্তে শুধাও,
হে অন্তরর্যামী পথ দেখাও তুমি
আমরা নগন্য অতি অভাজন।।