প্রতিশ্রুতি~


প্রশ্ন করেছো আপন মনে
কত মিথ্যে প্রতিশ্রুতিতে কেটে দিলে?
নেয়া-দেয়ায় গন্ডি কেটে
কখনও দাওনি নিরেটে ফিরে!


বিবেক কি কথা বলে
চুকে দিয়েছো প্রতিশ্রুতির সব বলে?
ফাঁকি কি পড়েনি অঙ্কের খাতায়
যা দেবার দিয়েছো কড়ায় গন্ডায়!


ভাবছো কি পাবে ছাড়?
যা প্রাপ্তি গুনবে সময়ের অন্তর।
ভাগ‍্য এখন দেখছো কি?
কর্ম জোগায় সেই সাফল্যের দাড়!


ভেব না অকর্মণ‍্য হলে!
সাফল্য ধরা দেবে দোর খুলে।।
ভেব না বিশ্বকর্মা তুমি
গড়িয়ে দেবে পলকে পলকে!!


কত প্রতিশ্রুতির ভীড়ে
বাস্তব ব‍্যাথায় ক্রন্দন করে !!
যা দিয়েছো ফাঁকি তুমি
ফিরিয়ে পাবে কর্মের ফলে!!


☆☆
২১.০৪.২০২২
রিনা দাস.