স্মৃতিরোমন্থন~~


ব‍্যস্ততা সেরে যখন র্নিজন বেডশয‍্যায়
ঠিক তখন স্মৃতিরোমন্থনের কথা মনে হয়
বিপরীত দিক থেকে চোখে ভেসে ওঠে অনুতাপের প্রতিচ্ছবি
চোখে ভেসে ওঠে মৃত্যুশয‍্যায় পাঞ্জা লড়াই করে  শত শত অভুক্ত কিংবা বেনামী রোগী।
তারমধ‍্যে কেউ ঘোরতর অপরাধী নিজের বিবেকে
কেউ আত্মসমর্পণের জন্য তৎপর
চিকিৎসক  আপ্রাণ চেষ্টায় রোগীর পরিসেবায়
কিন্তু সময় বয়ে চলে প্রকৃতির নিয়মে
তার কোন বিরতি নেই।
করুণ আর্তনাদ  একটু ভাল থাকার একটু বাঁচার,
ঘাঘী আসামী যেমন আপ্রাণ চেষ্টা করে শ্রীঘর থেকে মুক্তি পাবার জন্য
ঠিক তেমনিভাবে বোবা কান্নায় ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজন!
শুধু অসহায় বিধাতার কথা মনে পরে
মনে পরে পরিত্রাণের পথ
রঙিন স্বপ্নগুলি নিমিষেই ধূলিসাৎ!
আর হবে না লুকোচুরি
আর হবে না গান
আর হবে না বসন্ত বিলাপ
শুধু শুধু শুধু চাই সুস্থ জীবন আয়ু দান!
খেলাঘরের মত যে জীবন সাজিয়ে অক্লান্ত পরিশ্রমে
সে কেমন নিথর হয়ে পরে রয়
চোখে ভাসে অন্তিম যাত্রার ছবি
চোখে ভাসে দিনের প্রতিলিপি
বাস্তব শুধু মৃত্যুর মধ্যে
গন্ধ,রসনা আত্মতৃপ্তি কোথা যেন হারিয়ে যায়।
শুধু পরে রয়  করুণ আর্তনাদ বেঁচে থাকার।
☆☆রিনা দাস
20.09.2022.