তাদের বলি~~


বয়স যাহাদের এখন ও তরুণ
তাহারা ভাই একটু শোন
দাও সময় পরিবার প্রিয়জনে
নয়তো পাবে অবহেলা শেষে।।


অপ্রিয় হলেও সত্যি যে
প্রিয় পরিবার সদাসর্বদা থাকে
হোক যত পরিবার ভিন্ন অতি প্রিয়
তারা তো দূরত্বেই থাকে।।


সুসময়ে বন্ধু এসে অসময়ে ফিকে
বাস্তব যা ঘটে তাই রটে
আপন কে পরিচয় প্রয়োজনে
জগত সংসার ছকে বেঁধে।।


যে যাহা ভাবি আপন সত্তা
বাচিঁ শুধু অভিনয়ে খাসা
ধরা মাঝে কেউ আপন নয়রে
এই তো মিছে মায়ার বন্ধনে।।


তরুণ/তরুণীর রক্তের তাজা
যুঝে তা বাধর্ক‍্যে রেশে
তাদের বলি শোন একটু শোন
জীবন যাহা সময় অতি ক্ষীণ।।


করিও না অবজ্ঞা জ্ঞানে
হিতাহিত রেখো প্রিয় পরিবারে।।


☆☆রিনা দাস
15.05.2022.