ভাব মন তুমি বীর!
কলমে,রিনা দাস


ভাঙ্গছে পাঁজর দিবানিশি
ভাঙ্গছে আঘাত ওই,
রক্ত চুয়ে পড়ছে যেন
তবুও পিছু ফিরে নই !!


বিপদ যখন এসেছে ঘরে
সম্পান কর মজবুত,
যত পারে খত করুক
আমরাও যে বীর!!


ঝড়ের বেগ আসবে যাবে
তবুও রও ধীর,
উত্তাল তরঙ্গ মাঝে
ডুব দিও না বীর!!


ধৈর্য্য ধর ক্ষীণ প্রভায়
মন কর স্হির,
স্রোতের বিপরীতে আছেন
সে ও বড় স্হির।।


জীবন-যৌবন ক্ষণস্হায়ী
কর্ম যে বীর,
অনর্থক চিন্তা ছেড়ে
ভাব মন তুমি বীর।।