এবার যদি তোমায় দেখি
বোলবই ভালোবাসি
সবার সামনে উগরে দেব
আমার ঠোঁটের হাসি।


যেদিন তুমি প্রথম দিলে
প্রেমের সম্ভাষণ
অনুভবেও বোঝনি কি
বুকের ধরকন!  


সেই লজ্জা নেই গো আর
দিন তো গেছে কেটে
রুধী মাখা চরণ দুটি
পথ হেঁটে হেঁটে।


তুমি এখন কেমন আছো
নাগরদোলায় দুলে?
জীবন- যাতাকল পিষে  
আমায় গেছকি ভুলে?


আমিও আছি যুদ্ধ করে
ভাল্লাগেনার সাথে
একটি বার এসো না তুমি
হেমন্তের এক প্রাতে!