দেখা হবে তোমার আমার
আবার গ্রীষ্মকালে
আসবে তো তুমি আবার
খেলতে ঠাণ্ডা জলে!


আম কাঁঠালের বসবে মেলা
ঠিক দহনদৃপ্ত বেলা
প্রেম-সলিলে নেও তুমি
মেটাতে হৃদ জ্বালা।

দুজনেতে বৃষ্টি চেয়ে করব
তাঁর কাছে প্রার্থনা
দীর্ঘ দুপুর গড়িয়ে গেলে  
দেব গোধূলি-আলপনা।    


গরমের ভয় পাচ্ছি নাগো  
আসবে আবার দহন  
সেদিন নাহয় হবে আবার
শীতল জলে অবগাহন।


তোমার কি সব থাকবে মনে
একটি বছর পরে?
দহন-মিলন গভীরতা ভেব
প্রিয়ার ছবি ধরে।  


(আবহাওয়া দপ্তর জানাল গ্রীষ্ম বিদায়, বর্ষার
পদধ্বনি শোনা যাচ্ছে)