তুমি চিরকাল প্রেমের ব্যর্থ পুজারী হয়ে আছো
একতিল ভুল নেই, তুমি একনিষ্ঠ প্রেমিক ; কিন্তু
মরে গেলেই সব জ্বালার অবসান ঘটে না---
কেউ কেউ দেহে মরে, কেউ আবার তিল তিল করে
মননে ধ্যানে শয়নে স্বপনে মরে--
তুমি কি একবারও দেখেছিলে পার্বতীর কান্না?  
একবারও হৃদয়ের খাতে ডুব দিয়েছিলে?
একবারও শুনেছিলে অনিচ্ছার মাঙ্গলিক রঙ আর ঘোমটার ফাঁকে এক অক্টোপাস জড়িয়ে থেকে কি
বিষম দংশনের ব্যথা সহ্য করত সে?


হ্যাঁ, পার্বতী, মরেও মরে না এরা---
সাহিত্য দেবদাসের কথাই বড় করে লেখে
মানুষ দেবদাস বললে চমকে ওঠে; আহা বলে,
পারো-দের খবর কেউ রাখেনি  রাখবেও না
পারো আজও কাঁদে দেবদাসের জন্য
যুগ যুগ ধরে কাঁদবে,খবর কেউ রাখবে না;
তাই,আমি তোমার পাশে আছি পারো,অবাধ
অবাঞ্চিত অশ্রু মুছে দেবার জন্য---