এই মুহুর্তে আর একবার রবীন্দ্রনাথের জন্ম হলে
কি বিষয় নিয়ে তিনি লিখতেন?
জঙ্গীবাদ! মূল্যবৃদ্ধি! বেকারত্ব! ধর্ষণ! আমলাতন্ত্র!
না-কি কলম নিয়ে শুধু ভাবতেন!


যদি আমলাতন্ত্র নিয়ে তাঁকে লিখতে বলা হতো...
বলা যাবে কি লিখতেন তিনি?
না-কি আজকের বিদ্বজনেদের মতো মিছিলে খুঁজতেন
তামাম জনতার পদধ্বনি!


যদি লেখার বিষয় হতো তাঁর প্রতিদিনের ধর্ষণ!
কি লিখতেন রবীন্দ্রনাথ?
চোখের জলে পাতা ভাসাতেন,ভাবনায় কেটে যেত  
তাঁর হাজার বিনিদ্র রাত।    


যদি লিখতে বলা হতো তাঁকে সারা বিশ্বের জঙ্গীবাদ!
কলম হতো কি তাঁর পূণ্য!
আবার লিখতেন কি!’’শান্ত হে,মুক্ত হে,হে অনন্তপূর্ণ
করুণাঘন ধরণীতল করো কলঙ্কশূন্য..’’



(প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ মৃত্যু আর
ধংস দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই গানটি---
‘‘হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ
ঘোর কূটিল পন্থ তার, লোভজটিল বন্ধ...’’)