নীহারিকার ফুলগুলো দাওনা
আমায় তুলে
মাথার খোঁপায় রাখব গুঁজে  
সকল দুঃখ ভুলে।


চাঁদটা আমায় দাওনা পেড়ে
চূড়ামণি করি
তোমার সাথে পাল্লা দিয়ে
আসমানটা ধরি।


তারা গুলোর গাঁথনা মালা
গলার মাঝে পরি
সপ্তর্ষি ধ্রুব-তারার দেশে
করি গড়াগড়ি।


সাতটা সাগর দেবে আমায়
রাখব দুটো চোখে?
তোমার সাথে উদাস হবো
ব্যথা চেপে রোখে!


পৃথিবীটা দাওনা হাতে
একটু খেলায় মাতি
প্রেম-ওষুধ দিয়ে সবারে  
ঐক্য মালা গাঁথি।