অভিরূপ, আমি কঠিন হতে পারিনি
আবার বরফের মতো গলেও যাইনি
অনেক জেনেও আত্মজ্ঞানী হতে পারিনি  
দয়ালু হয়েছি ঠিক,তবু দূর্বলতায় ভুগিনি।
বিলিভ মি,রাত জেগে বৃথা অরণ্যরোদনে  
মাথার বালিশ একবারও ভেজাইনি... ।  
নম্রতা শিখেছি বিদ্যায়,তাই হইনি অবিনয়ী
মাধুকরী প্রেমকে পেরিয়ে আমি কিন্তু জয়ী।
প্রেম-ভিক্ষা মাগিনি কখনও পঞ্চ দুয়ারে...
প্রেম স্বপ্নের ঘোরে দাঁড়ায় রোজ শিয়রে।
এক আকাশ প্রেম বিলিয়েছি মাটি থেকে শূন্যে
ধন্য আমি আত্মায়,ডরাইনা পাপ আর পুণ্যে।