নিজে কষ্টের আগুনে পুড়লেও
অন্যজনে পাক শান্তির শীতলতা
সকলে অন্নে বস্ত্রে বসতে থাক  
কেটে যাক হৃদয়ের দীনতা।


বিবেক চার পা আগে চলুক  
মানবতা চলুক সাথে সাথে
জগৎ-বন্ধুরাও যেন সবাই
শুদ্ধ বিবেক,মানবতায় মাতে।


সুখের যদি অসুখ হয় কোনদিন
যেন সে শয্যাতেই পড়ে রয়
লাস্যময়ী দুর্ভাগ্যকেও নেই ভয়  
হলে হোক দুরাশারই জয়।


জীবন এক পান্থশালার মত
আসেযায় লোক লক্ষ কোটি শত
মানুষ লড়ে,করেনা মাথা নত
উদার আকাশতলে খেলা অবিরত।