অবহেলায় অনাদরে
যে ফুল ঝরে যায়
ফুলদানিও পায়না তারা
ধূলোয় কাঁদে হায়!


জল পায়না, সার পায়না  
নেই তো কোন মালি
আদর সোহাগ পেলে ওরা
ভরাত না ডালি?  


সব ফুলের কি গোত্র জানি!
তবুও ওরা ফোটে
হাতের স্পর্শ পায়না ওরা
চুম্বন নেই ঠোঁটে।


একটু খানি আদর পেলেই
ফোটায় পূত হাসি
বুকে নিয়ে কেউ বলিনা
তোদের ভালোবাসি।      


(ইউটিউবে অনাহারী অনেক বাচ্চা দেখি।
তাদেরকে রান্না করে খেতে দিতে আসে দূর দূরান্ত
থেকে নানা সংস্থা। ওদের হাসি দেখে কান্না পায়)