এখন নিঃস্তব্ধতার সারেঙ্গী বেজে চলেছে
শহুরে দাপট কে তিমির গ্রাশ করে নিয়েছে, উচ্ছলিত আন্দোলিত নগর ম্রিয়মাণ,  
নিদ্রা তৃষাতুর এক ক্রন্দসী ললনা অবলোকন
করছে চপলা নগরীকে--
তন্দ্রা হারা নিশাচর-রা ডানা ঝাপটে চলেছে
শব্দ দানব শকট নিঃশ্চল, নিঃশ্চুপ;
নিকষ আঁধারে কবিতা লিখতে চাইছে স্থম্ভের
আলো আর নেশায় মত্ত মাতাল,
মাঝে মাঝে গেয়ে উঠছে,"ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে---"


মলাটের ভাঁজে পড়ে আছে শৈশব কৈশোরের
আলতা রাঙা কাব্য ;
কেজানে কে পড়বে কবে!  
সবুজে কবিতারা হরতাল করে আছে বুকে,
ডুকরে মরে অন্ধকারে যুবতী সকাল---
অবলোকন শুধু গোধুলির ম্লান রোদ্দুর---