(অনেক দুঃখে আজ এই কাব্যটি লিখলাম বন্ধু)  
  


‘আচ্ছে দিন’ সমাগত অত চিন্তা কিসে ভাই?
পাঁচটাকা চাল শীঘ্র হবে চিন্তা তো আর নাই!
খালি থালা থাকবেনা আর ভেবনা ভিক্ষু শ্রমিক
পান্তা বাসী খাবেনা আর বিরিয়ানি দৈনিক।
মেয়ের বিয়ে ছেলে বেকার! কেন চিন্তা করো?
দয়াল কেষ্ট রামজি আছেন তাঁদের পার্টি ধরো।
৭৫রের স্বাধীনতার গাই গলাটি ছেড়ে গান
পাইবা নাপাই কিচ্ছুরে ভাই ‘আমার দেশ মহান’।