আমরা মৃত্যুর পরেই মৃত্যু কে বরণ করে নিই,জীবদ্বশায় বড় ভীতময় মৃত্যু,  
যেটা সব থেকে সহজ,সেটাকে অন্তরালে রেখে পাঞ্জা লড়ে যাই কঠিনের সাথে।
আধিপত্য, ঠুংকো জগৎ সংসার নিয়ে,
অহমের বিস্বাদ গজল চলছেই অবহমান কাল ধরে; সব কিছু জ্ঞাত হয়েও অজ্ঞাত থাকা, ভীতিতে--
উপোষী চিত্ত "আমার" এর নেশার বুদবুদে
সদাই মুহ্যমান---


মাতাল জনস্রোত পদচারণ চালায় ভুয়ো সুখের আশায়;
সুখ!সেতো গোধুলির কনে সেজে অন্তরালে
বসে মিটিমিটি হাসে,
উপচয়, উন্নতি শেষ কিনারায় এসে হাঁপায়,
বাসনা সবার কানায় কানায়; উপচে পড়ে
প্রলোভনের লকলকে শিখা,
অপ্রাপ্তির বেদনার দহনে পুড়েও মেটেনা রক্তাভ দাবি---  
ইতি টা কোথায়? কেজানে!!