এখনও অপেক্ষিত হৃদয়ে বর্তমান তোমার উপস্থিতি
অ-মাখা সুবাসই মত্ততা ছড়ায় রোজ যথারীতি।


তুমি নিভৃত নিরালায় বসে আছোকি স্মৃতি নিয়ে!
আবার আসতে পারো আঁধারের কটু-রাত মুছিয়ে।


গোপনে লাঞ্ছিত হই বিবেক-হানাদারীর কবলে!
ভাব-সুখের স্বপ্ন গুলো রোজই প্রতিবাদ তোলে।


তোমার উষ্মতার মধু- ভাব-ভূমিতে ফলে ফসল
দ্বিধা,ভ্রূকুটি কাটিয়ে গাই তোমারই গাওয়া গজল।


প্রতি রজনীতে ত্রাসে ভাঙে আনকনসিয়াস মিষ্টি স্বপ্ন
বিনিদ্র রজনী করে আগামী সুললিত সুপ্রভাতকে ভগ্ন।


বসে আছি অতীব দহনের মাঝে চিরাচরিত অপেক্ষায়
ফিরে আসা, না-আসা তোমার সুরুচি আর অভিপ্রায়।  



(স্বপ্ন সব সময়ই আনকনসিয়াস।
অর্থাৎ, ঘুমের ঘোরে অবঅচেতন মনের মাঝে হয়।)