আঘাত সইতে দিও আঘাতের পরে
ঋজু দেহ দন্ডায়মান রবে,  না-নড়ে।    
জন্ম নিতেই শুধু আঘাতই পেলাম
কিছু নাহোক ভালোবাসাটা তো দিলাম!
বড় কিছু চাইনি গো, ওহে অন্তর্যামী
আরো দাও যাচনা শুধুই কানে শুনি।
নর রূপে জন্মেছি, রব নরের তরে
প্রেম টুকু দিয়ে যাব হৃদয়টা ভরে।


ব্যর্থ সব শুভ চেষ্টা যা করি মনন
প্রেরণা হীন ক্ষয়ী এ মানব জনম
কে দেয় বুকে আশা, কে দেয় ভালোবাসা!  
কেন তবে বারবার ভব মাঝে আসা?
দিনমণি ডুবে যাবে আসবে গো রাত
জানিনা আসবে কিনা ঊষার প্রভাত।


(রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থ অনুশরণে
এই সনেট।)