দীপাবলির আলোক উজ্জ্বল এক রাত...  
বাজীর শব্দ ভেদ করেও ঘুমে বিভোর আমি পেট ব্যথায়...    
দক্ষিণেশ্বর বালি, আমাদের আদি বাড়ির কালীপূজো;
মধ্য রাত, ঢাকের আওয়াজ ক্রমশই বাড়ছে যেন...
শিয়রে দাঁড়ান একটি শ্যামলা মেয়ে...  
ঘুমিয়েই প্রশ্ন আমার- কে গো তুমি?
‘সে’ বলল- ‘কেন তুমি এমন রাতে ঘুমিয়ে’?
সেদিন ঘুম ভেঙেছিল বাবার ডাকেই...
নিচে মন্দিরে এসেই অবাক; সেই মেয়েটি না!
যাকে স্বপ্ন দেখলাম একটু আগেই!
কাকতালীয় বলবে বলে বলিনি বন্ধুদের কোনদিন;
মা-ই শুধু বলেছিল,’একটা কিছু হবেই...’  
বেলি-ট্রাবল সারল আজীবনের মত;
স্বপ্নের সত্য ভিত্তি নেই; আনকনসিয়াস ড্রিম,  
আজ লিখলাম কবিতায় কনসিয়াস হয়েই......



  (কনসিয়াস> চেতন আর আনকনসিয়াস> অবচেতন )