দিন গুলো বড্ড ম্যাড়মেড়ে চলছে  
কত গ্যালন জল ‘তিনি’ সঞ্চয়
করে রেখেছিলেন জানিনা, ঢেলেই
চলেছেন সেই কদিন ধরে...
‘কবি’ আবার বলছেন,’’মেঘের কলস
ভরে ভরে প্রসাদ বারী পড়ে ঝরে...’’
প্রসাদটা বোধহয় ধনীদের জন্য...  
আর, দুঃখের গরলটা গতানুগতিকতার
দীনতা ভরা দরিদ্রদের জন্যই...
ওভার পুল বা ষ্টেশনের নিচে দেখা যায়
পাঁজর বিদীর্ণকারী ‘ওঃদের’ অসহায়তা...
কোন মন্ত্রী আজও পারেননি সম্পুর্ণ
দারিদ্রতা মুছে দিতে,কোন দেশ থেকেই...
ঈশ্বর,আল্লাহ্‌,কর্ম সবই অনুভব বা চাক্ষুষ-
দর্শনের গণ্ডিতে সীমাবদ্ধ প্রযুক্তির দুনিয়ায়;  
আসলে আমাদেরই সব ভুল, আমরা সঠিক
নির্বাচনে অথবা খাঁটি মানুষ খুঁজে নিতে
বার বার ভুল করে যাচ্ছি.........