ছাতা শেলাই করে, নাম আজম মিয়া
কাল এসেছিল ছাতা সারাতে    
ওর বিষন্ন মুখ দেখে,জানতে চাইলাম কি হয়েছে!
"দিদি,গরু ছিল দুটো, লকডাউনে খেতে দিতে পারিনি, একজন জোর করে নিয়ে গেল।
ভাবলাম, যাক ওরা খেতে তো পাবে,  
পরে জানলাম ওদের জবাই করা হয়েছে।  
তিনটে ছাগলকে কোন রকম ভাবে বাঁচিয়ে রেখেছিলাম আমার বাচ্চাদের জন্য, গতকাল রাতে
তিনটেই চুরি হয়ে গেছে----- "


ওর নত মস্তিষ্কের অশ্রু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওকে কি কথায় সান্ত্বনা দেব! বিশ্ব বিপর্জয় যে সব স্তরের মানুষকে শাস্তি দিয়েছে ;
আজম বলে," ছোট ছেলেটার আড়াই বছর বয়স,  সারাদিন শুধু খেতে চায়, আমার বউ ওকে খুব মারে, কিকরে দেখি বাবা হয়ে এই দৃশ্য! আজ বেরিয়ে এসেছি কান্না বুকে চেপে"  


আমার যেটুকু সামর্থ চেষ্টা করি অজম-ভাইকে দিতে,জানি তাতে ওর কষ্ট লাঘব হবেনা,অভাবও দূর হবেনা কোনদিন----
এমন হাজার হাজার আজমভাই প্রতিদিন দাপিয়ে মরে যাচ্ছে দারিদ্রতায়, মন- ব্যথায়,  
কিছু কি করতে পারব আমরা?
জবাব আছে বন্ধু?  অপেক্ষায় থাকলাম, উত্তর দিও।