আকাশ অনেক বড় সীমাহীন
আমি আকাশ হতে চাইনা
একবার নাহয় নীল নীলিমায়
রাতের স্বপ্নে হারিয়ে যাইনা!  


আকাশ ভীষণ উদার সরল
মন তো বায়ুর মতো চঞ্চল    
তবু তার স্থিরতাকে  নিয়ে  
কোরব পরম পদকে সম্বল।


আকাশ সুদূর দিগ দিগন্তহীন
খুশি আনন্দের সীমানা
আমি আনন্দ দিইনি কারোকে
শুধু ভাবনায় মেলি ডানা।  


আকাশ উৎফুল্ল,মাটিকে করে
অমৃত আনন্দ বৃষ্টিতে স্নাত
একটা সাগর কাঁদল মানুষ
আকাশ- পৃথ্বী দেখল নাতো!    


আকাশ অনন্ত,অসীমের সাথে
চলে তার নীরব কানাকানি
সসীমের মাঝে প্রেম মরীচিকা
দেখে যাই স্বার্থের টানাটানি।