ঘন সবুজ বীথিকার মাঝে চেয়ে থাকি
কচি পাতাদের ভেদ করে দেখা যায়
এক ফালি নীল আকাশ...
রদ্দুরের রঙটা যেন ফ্যাঁকাসে, অলসতায় ভরা।
কখনও উড়ে যায় হতাশ কটা বক বা চাতক
সামান্য বৈশাখী-বৃষ্টির আশায়...
গ্রীষ্ম কিভাবে কাটবে তারও একটা অবান্তর
প্রশ্ন করতে থাকি আকাশকে...
আকাশের সাথে এমন অনেক কথা হয় সঙ্গোপনে;    
যা বলা হয়নি মনের মানুষটাকেও ।
নীল আকাশ কোন উত্তর দেয়নি কারোকে কোনদিন;
তবু ওর স্বচ্ছ সরল উদার হাসি দেখি রোজ
বুকের কোন এক নিভৃত কোণে।