সব জায়গায় আকাশ নীল…
শুধু কিছু কিছু জায়গায় আকাশাটা কালো হয়ে
থাকে ঠিক বরাবরের জন্য;
আকাশ মানেই তো উদার আর প্রাণ খোলা
কিন্তু,এই বিভেদটা সঙ্কীর্ণ মনের মানুষের কাছ থেকে
আকাশ কবে শিখল জানিনা!


আকাশের নানা খেয়ালীর খেলা কেউ ইমেজ আর
এডভেঞ্চার ভেবে পাঁচতারা অট্টালিকায় শুয়ে দেখে,
কেউ হাহাকার করে সর্বস্ব হারিয়ে যাওয়ার শোকে;
লোকে বলে ‘ঈশ্বর আল্লাহ গড’…
কেইউ কি দেখেছিল তাঁদের কোনদিন জনতার ভিড়ে?
তিনি কোন্ দিন এসেছিলেন কার অশ্রু মুছিয়ে দিতে?
পুরাণ কোরান বাইবেল জানিনা বন্ধু;
তিনি সত্য হলে ন্যায় বিচারে আসুন,
বিপদের দিনে দরিদ্রের ভাঙা কুটীরে নেমে আসুন
কর্মের ভালমন্দ বিচারটা কিন্তু বড়ই কাকতালীয়,
‘তাঁদের’ সাথে আসুন, আমরাও ওপর থেকে নিচে
নেমে আসি দুফোঁটা চোখের জল ফেলতে।


(‘বুলবুল’ ঝড়ে বিদ্ধস্ত অসহায় মানুষের
জন্য আজকের কবিতা)