এখন এমন জায়গায় আছি,যেখানে
ভালোবাসা ছাড়া আর কিছু নেই
যতই ছেড়ে আপন আলয়ে আসতে
চাই, জড়াই সেই ভালোবাসাতেই।


এখানে গুরু গুরু মেঘ গর্জায়
তবু সবাই যেন সদা ভয়-হীন
হৃদয় দিলে হৃদয় মেলে,কপটতা  
নেই কারো,কেউ নয় হৃদয় হীন।


এখানে আকাশ উপরে মেঘলা
ভেতরে স্বচ্ছ সরল উদার নীল
সবার সাথে সবার,ধ্যানে-মননে
চলনেবলনে অত্যাশ্চার্য এক মিল।


এখানে প্রত্যুষে মধুর বাঁশি বাজে
কিন্তু,নয় রাধাশ্যামের বৃন্দাবন
সে ধাম ভেবে নিতে সে-ই পারে
আছে যার হীরের মতো মন...।


এখানে ভালোবাসারা ঘর বাঁধে
নব সৃষ্টি আর চির মিলনের জন্য
বিচ্ছেদ,হিংসা কাঁদায় না কখনও  
ভালোবেসেই ভালোবাসারা হয় ধন্য।