আমি লৌহপূরের কঠিন খাঁচায়...  
নিজে না বেঁচে কে কারে বাঁচায়?
দিন কাটে  চির-মুক্তির আশায়
ঘুণপোকা ধরে জীবন-তরীর বাসায়।


যেতে হলে, না হয় এখনই যাবো
দেশের অন্ন আর কত কেড়ে খাবো?
না-কি আগুনে বাতাস দিয়ে সময় কাটাবো?
জীবনটা কি ঘরে বসে কাটানো আরব্য-কাব্য?


ক্রমে ক্রমে সকলের বসন্তের রাত দিন
হেমন্তের ধূসরতায় হয়ে আসে ক্ষীণ
কে শোনে সুনীলে বাজে বিদায়ের বীণ!  
শোধ হল কি এক ফোঁটাও মাতৃভূমির ঋণ?