আমি যদি সদা সত্য হই
হতে পারবে তুমি মিথ্যে?
তুমি দেবদাস হলেও,আমি
পার্বতী হবোনা কোন শর্তে।


আমি রাজমহলে গিয়ে হতে-
চাইনা কখনও রাজরাজেশ্বরী
ঘর না বাঁধি,তবু জেনো তুমিই  
আমার অচেনা পথের দিশারী।


তুমি যদি হও রাত জাগা পাখি
আমি কিন্তু ঘুমবো সারা রাত
ওই অনিদ্র-চোখে গোলাপ-চন্দন
ছুঁয়ে মাথায় রাখব কোমল হাত।


তুমি আবেগে উচ্ছাসে যদি হও
অতি কামাতুর বা প্রেম-পাগল
কামদেবের পঞ্চশরের জ্বালায়
আমি হবোনা কখনও উদ্বেল।


আমরা দুজনে প্রেমরস নিয়ে
কোরব নিঃস্বার্থ স্বর্গ রচনা
সুখ দুঃখের সংসার পেতে
নেবনা অহেতুক ব্যথাবেদনা।