উষ্ণ ধুসর মাটিতে হঠাৎ
বৃষ্টির ফোঁটা রাঙিয়ে দিচ্ছে মন-মুকূর,
যার জন্য উচ্ছাস আকুলতা সে তো
আজ দূর বহু দূর।


শুখনো পাতা-মাটিরা  
ক্ষনে ক্ষনে ফেলে খুশীতে দীর্ঘশ্বাস,  
আমি একা বসে থাকি;সে আসবেই
এ আমার দৃঢবিশ্বাস।


সে যেন কে ছিল!
কেমন ছিল তার প্রেমের ভাষাটা?
ভুলে গেছি সব,ভুলিনি তার শপথ আর
আমার লুকান আশাটা।


বিদায় দিয়েছি তাকে
আমার অভিমান আর নয়নের জলে,
সে কবে আসবে?জিজ্ঞাসা ঢেউ তোলে    
জীবনের কোলাহলে।