(প্রচলিত বাউল সুরে গাইতে পারেন)


আমি বিবাগী হব ভেবেছিলাম
মনের মতো বৈরাগী পেলামনা
আমি বাউল হবো ভেবেছিলাম
একতারার সুর কেউতো শুনলনা...
কারে বলি মনের কথা......
মনের মতো মানুষ পেলাম না।।


আমি সংসারে সঙ সেজেছি
গোলকধাঁধায় ঘুরে মরি......
আমি সহজ প্রেম যাচনা করি
তবু সেই প্রেম তো পেলাম না।।


মনের মানুষ চেয়ে কাছে
ব্রজ গোপীরা হল পাগলিনী
সেই মনের আনুষ স্বল্প পেয়েও
রাধা হলেন আহ্লাদীনি......
আমি ভব-সংগসারেতে ডুবে মরি
কেউ তুলতে পাড়ে হাতটি ধরল না।।


ভাবি বন্ধু-- 'সে' মানুষ চায় সকলে
‘সে’ কি আর বন্ধু ভবে মেলে!
বক্ষ মাঝে তাই দিলাম রে ডুব
হৃদে দেখব তাঁর মোহন-রূপ
মনের মানুষের ‘সরূপ’ চেয়ে
আর তো কাঁদব না.........
অরূপে দেখব তাঁরে বাইরে খুঁজবনা ।।