বরষায় নিঃস্ব করে, বজ্র  মেঘ নিজেরে
শীতল করে উষ্ণ তৃষ্ণার্ত অপেক্ষিত পৃথ্বীরে।  
বৃক্ষ দেয় নিঃস্ব হয়ে ছায়া, অক্সিজেন, হাওয়া
মাটি সহিষ্ণু পদাঘাতে মাথা তার নোওয়া।


মানুষ হয়ে তো অনে--ক শিখেছি...
নিজেকে সদা আত্ম-বদ্ধতা-তেই রেখেছি
অপরের তরে নিজেকে কভু নিঃস্ব করেছি?
ত্যাগ-কে তালা বন্ধ করে দম্ভ বিলিয়ে গেছি।