এখানে আমি একা বসে আছি
পাশাপাশি নেই কেউ
ঝিঁঝিঁ গুলো শুধু ডেকে ডেকে মরে
আর কুকুরের ঘেউঘেউ।


ক্লান্ত মানুষ ঘুমিয়ে পড়েছে
ঠিক রাত বারটায়  
লক ডাউনের হতাশ মন-রা
কেঁদে কেঁদে বলে যায়।


আমি তো এক পাগল কবি
দিয়ে যাই শুখা সান্ত্বনা
ফল কিন্তু দেয়না কিছুই
চোখের অশ্রু ক্ণা।


কত আর্ত মানুষের কান্না শুনি
ভাঙা পাঁজরের মাঝে
কবিতাই শুধু লিখে চলি আমি
আমায় লাগেকি কোন কাজে?