আমি যখন নিশ্বাস ফেলি
প্রতি নিশ্বাসে বার হয় অ আ ই ঈ
যখন প্রতি চরণ ফেলে হাঁটি
আমার বাংলা ভাষা নাচে থইথই।


আমি যখন কবিতা বলি
হাসতে দেখি বাংলা ভাষাকে
যখন দরদী কবিতা লিখি
দেখি পূর্ণতায় ভরতে বাংলার আশাকে।


যখন কেউ বাহবা দেয়
খুশি হয় বাংলা মা আমার
যখন দুঃখে কেঁদে ভাসাই
পাই ভালোবাসা মধু-প্রেরণার।


বাংলা আমার মাতৃভাষা
তাই বাংলাই আমার গর্ব
বাংলাভাষার জয়,বাঙালির জয়
কোন দুঃসাহসী করবে তাঁরে খর্ব ?



(মহান মাতৃভাষা দিবসে সকল কবিবন্ধুদের জানাই
রক্তিম অভিনন্দন আর শুভেচ্ছা)