(আমার এক বন্ধুর বাড়ির পাশে ঘটে যাওয়া সত্য
ঘটনা অবলম্বনে )  


অ্যাসিড খুব সহজ-লভ্য জানেন স্যার!  
তাই ওর বাছাই করা বন্ধুরা ওকে রেপ  
করে মুখে অ্যাসিড মেরে পালিয়েছে
ও আমাকে ভালবাসলেও,ওর পরিবার
আমাকে বলেছিল গ্যাংস্টার......
ও দুদিন খুব দাপিয়েছিল যন্ত্রণায়
ঠি—ক আমারই মতন। ঘটনা শুনে
আমিও নিজের মুখে ঢেলেছিলাম
অ্যাসিড,ঠিক ওর মতো হব বলে---
স্যার,দুষ্কৃতীদের আমি চিনি, সে কথা
পরে হবে।আমাকে নিয়ে চলুন হাসনুহানার
পাশে। ওকে প্রাণ ভরে দেখি আর ছুঁই--  
‘হাসনুহানা দেখ, আমি ঠিক তোমার মতো-
সুন্দর সতেজ ঝলমলে।মাঙ্গলিক রঙ তো
মেকী,লোক দেখান ।না না কাঁদবেনা...
হাসো, হাসো হাসনুহানা! প্রাণ খুলে হাসো---
আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকব...
ওই কোঁচকান কপালেই মাঙ্গলিক রঙ দেব
আর চিরকাল দুজনে ইনার-বিউটিতে............