বিখ্যাত গায়ক সুধীরলাল চক্রবর্তীর ‘মধুর আমার
মায়ের হাসি...’ গানটির সাথে আমার কয়টি কথা।)

‘মধুর আমার মায়ের হাসি’
দেখতে আজও ভালোবাসি।
‘চাঁদের বুকে ঝরে’
সে আলো মায়ের মুখে পড়ে।
‘তাঁর মায়ায় ভরা সজল দীঘি
সেকি কভু হারায়’
তাঁরই স্নেহের আশিস জীবন-আয়ু বাড়ায়।
‘’সে’’ যে আমার মা.........
ত্রিভুবনে নেই তাঁর সাথে কারো তুলনা।


‘তাঁর ললাটের সিঁদুর নিয়ে
ভোরের রবি ওঠে’
মায়ের সেই সরল হাসি
আমার সর্বাঙ্গে ফোটে।
‘প্রদীপ হয়ে মোর শিয়রে  
কে জেগে রয় ঘুমের ঘোরে?’
মা-ই দেখাল আলোর জগৎ
মা খুঁজে দে বন্ধু ওরে......