বাঁশি বাজে সখী শোন কি!
মনে আমার আজ হল কি!
চঞ্চল মন অকারনে কাঁদে  
বাঁশিতে সে বলে রাধেরাধে।
একবারই দেখে মরমে মরি
সখী বলোনা আমি কি করি!
ধরণী-ধর সে রঙ পীতাম্বর।  
অধরে হাসি মুকুট শীর্ষ পর।


বনে যায় বনমালী নিয়ে সখা-ধেনু
আবীরের মতো ঝরে কৃষ্ণচূড়ার রেণু।
এপারে ঘরে শাসায় শাশুড়ি ননদী...
ওপারে প্রেম-জল ভরা যমুনা নদী...
নিধু বনে বসে ‘’সে’’ বাজায় বাঁশি...
বলত যদি সে 'তোমায় ভালোবাসি'!  
                          


(প্রেমিককে প্রথম বার দেখে তাঁর প্রেমে
আকুল হয়ে একরকম পাগলামো করাকে
বৈষ্ণব সাহিত্যে পূর্বরাগ বলা হয়। )