আমি প্রতিবাদের আগুনে শোষককে পুড়িয়ে
শান্তির ছাই ওড়াই গগনে
আমি প্রতিবাদ ভালোবাসি,
গতানুগতিকতাকে নিমেষে উপড়ে ফেলে বিপ্লবীর
মুখর উষ্ণ ওষ্ঠে চুম্বন করি----
আমি বিজয়ী বিপ্লব------
হিংস্র হায়েনার মুখে আগ্নেয়গিরির লাভা পুরে দিয়ে
অসহায়কে কোলে তুলে ধরি----
আমি পরিবর্তন আনি ; পরিবর্তন ভালোবাসি ;  
আমি আশ্রু মোছাই পথে পতিত দলিত সর্বহারার,
এক নিমেষে অত্যাচারীর গদি কেড়ে নিতে পারি
আমি চেতনার বিপ্লব,


আমি শ্রমিকের হাতে শাণিত অস্ত্র তুলে দিয়ে মালিকের কুরসি উচ্ছেদ করি ;
আমি শত্রুর বুলেটকে পাথর বুক দিয়ে চূর্ণবিচূর্ণ করি
সব শেষে বিজয় ঘোষণা করি ;
বিপ্লবীর উষ্ণীষ রাঙিয়ে তাকে বসাই বিজয়ীর  সিংহাসনে; গগনে উড়িয়ে দিই বিপ্লবের ঝান্ডা  
আমি বিপ্লব ;  বিল্পবীকে ভালোবাসি----



( বিজয় দিবসে সকল কবিদের বিপ্লবী
শুভেচ্ছা জানাই)