দুবেলা খাবার যোগাতে হিমশিম
তবু আমি বেঁচে থাকি
বুকের পাঁজরে দমটুকু রোজ রাখি।


আজ খেলে কাল কি খাব জানিনা
তবু দুঃশ্চিন্তা ভুলেও করিনা
মাথায় হাত রেখে নিঃশ্চুপে কাঁদিনা।


দুর্ভাগ্য প্রতিদিন দুয়ো দিয়ে যায়
সৌভাগ্য রাতে দেখি কাঁদে
সহনাভুতি দেয় আকাশ বাতাস চাঁদে।


মৃত্যুই যদি সব দুঃখের সমাধাব হয়
ভারতবাসীর অর্ধেকই দুঃখী
মননে প্রেমে ত্যাগে আমি চিরদিন সুখী।        


(মাত্র ৩৪ বছর বয়সের বলিউড নায়ক
সুশান্ত সিং-য়ের স্বেচ্ছা মৃত্যুতে মমর্মাহত হয়ে
কবিতাটি লিখলাম)