(গান গেয়ে শোনাতে পারছিনা বলে বড় দুঃখিত বন্ধু!!
তবে, একদিন শোনাবই। এই গানটিতে আমি একরকম
সুর দিলাম। তবু,আপনাদের যেমন খুশি গাইতেও পারেন।)


আমি বিবাগী হব ভেবেছিলাম
মনের মতো বৈরাগী পেলাম না
আমি বাউল হব ভেবেছিলাম
একতারাতে সুরটি পেলামনা।
কারে বোলব মনের কথা---
মনের মতো মানুষ পেলামনা ।।


আমি সংসারে সং সেজেছি
গোলোক-ধাঁধায় ঘুরে মরি
আমি প্রেম যাচঞা করি
কেউ সার্থ হীন প্রেমতো দিলনা
মনের মতো মানুষ পেলামনা।।  

মনের মানুষ চেয়ে ব্রজ-গোপীরা
হয়েছিলেন পাগলিনী---
সেই মনের মানুষ পেয়ে
শ্রীমতি হলেন আহ্লাদিনি।
আমি ভব সংসারেতে ডুবে মরি
পাড়ে তুলতে কেউ হাতটি ধরলনা ।।


মনের মানুষ চাই সকলে
সে-কি আর ভবে মেলে!
তাই মনের মাঝে দিলামরে ডুব
মনে দেখব তাঁর মোহন রূপ
মনের মানুষ চেয়ে-  
আমি আরতো কাঁদব না
আমি আরতো কাঁদবনা ।।


(পৃথিবীর সব ভালোবাসাই সার্থের।  শুধু সার্থহীন ভালোবাসা আছে আমার কবিতার আসরে। এখানে আমরা কেউ কারোকে চিনিনা, তবুও আমার বিচারে ভালোবাসাটা সার্থহীন।)