পলাশীর স্বাধীনতার সূর্য যখন অস্তমিত প্রায়
যখন মহাকাল জানাল প্রিয়তম সিরাজের পরাজয়
আম্র বীথিকায় এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল
যে মেয়েটি; সে আমি নিজে সিরাজ...
তোমার হয়তো বহুবার জন্ম হয়েছে, হয়তো হয়নি;
আমি আবার জন্মেছি সেই পলাশীর কাছেই।
নির্বাক দর্শক হয়ে সেদিন দেখেছিলাম সিরাজ
তোমার নিষ্ঠুর আশাহত পরাজয়......
কবে সেই দিনগুলি বিগত হয়ে গেছে...
আমি অপেক্ষিয়মান ছিলাম যুগান্তর ধরে শুধু
তোমার জন্যই............
এসো তোমার রঙিন শরাবের পেয়ালায় ভরে দিই
নেশাতুর মদিরা সম বহু জন্মের প্রেম;
আমি তোমার অদৃশ্য চেতনায় আছি, তুমি নিভৃতে
বসে দেখ আমার লাল ঘাঘরার উড়ন্ত ওড়না
ছড়িয়ে দাও নিজের নেশাতুর কল্পনার চোখে এক
মুঠো তাজা গোলাপের পাপড়ি......