(আজ এই শুভ দিনে আমি ‘’তাঁর’’[পতির] হাত ধরে
সুখের বাসা বেঁধেছিলাম।তিনিই আমার সকল প্রেরণা।)


ফাগুণ দিনের মিলন বেলা আর  
প্রথম ভালোবাসা
তোমার আমার ছাদনাতলায়
চকিতে যেন আসা।
কত ফাগুণ দিন কেটেছে একা  
নিয়ে দারুণ বিরহজ্বালা
তুমিই যেন শূণ্য-গলায় পরাতে
লাল-পলাশের মালা।
মেঘ মুক্ত আকাশে যখন উড়ত
সাদা বলাকার দল
তোমার জন্য কি নীল চোখ দুটো
করত ছল ছল!
রঙের খেলা,বসন্ত-গান গাওয়া আর
উচ্ছল নানা নৃত্য
তোমায় ভেবে ভেবে ভরত আমার
প্রেমাতুর এই চিত্ত।
জানো! তোমার আশায় বসেছিলেম
‘পথ চেয়ে আর কাল গুনে’!
তুমিই এসে দেখা দিলে কৃষ্ণচূড়া-
রাধাচূড়ার ফালগুণে।