একটা ঝাকড়া গাছের তলায়
আমরা সেদিন দুজন
মিঠে হাওয়ায় সাথে মাতল
পাখপাখালির কুজন।


চার পাশেতে ঘাস ফুল আর
নয়নতারার মাঝে
দুজনেতে বিভোর হলাম
সেই হেমন্তিকার সাঁঝে।


নিষেধ বাধা অনেক ছিল
প্রেমটা ছিল দৃঢ়
দুজনার হৃদ মন মিলনে
প্রেম হল যে গাঢ়।


শত নিষেধ বাধা পেরিয়ে
এলাম কুঞ্জ কুটিরে
সকল ব্যথা ভুলে গেলাম
তোমার হাতটা ধরে।


একদিন হঠাৎ খবর এল  
তুমি নেই আর ভূপে  
তোমার নিথর দেহ এল
ত্রিবর্ণ পতাকার রঙে রূপে।


আজকে আমি বসে আছি
তোমার সোহাগের ছাপ নিয়ে  
তোমার শিশুও দেবে জীবন
স্বদেশের গান গেয়ে।