না,আমি তোমার মতো করে লিখতে পারিনা
তোমার মতো গাইতেও পারিনা
দাও তোমার থেকে কিছু।


না গো, আমি নৃত্য জানলেও নটরাজ-ভারতনট্টম কিন্তু শিখিনি
কত্থক জানলেও তোমার মতো উচ্ছল নাচতে পারিনি
শিখিয়ে দাও হে প্রিয়তম-----


আমার ভাষা  আর হাসি নাকি অতি মধুর
আমি কিন্তু কিচ্ছু বুঝিনা;  
তোমার হাসিতে সব দুঃখ ঝরে যায়
অমন হাসতে একটু শেখাও না!  


তুমি বলো "আমি অমৃতের সন্তান "
আমার রোজ মরতে ইচ্ছে করে
অমৃত কেমন করে হতে হয়
বুঝিয়ে তোমার বুকে টেনে ধরো।