একি প্রপঞ্চময় মায়া!
এতো রক্ত মাংসের স্থুল কায়া!
টান যেন সঙ্গী,ঘোরে ছায়া ছায়া
কে আর কারে করবে তার মতো দয়া!
ভবে এসে শুধুই মৃত্যুর গান গেয়ে যাওয়া।  


যত ভাবি ভাবব না মায়া নিয়ে আর  
তত বেশি চেপে ধরে মায়া প্রেম ভার
দেখে যাই শুধু অকাল মৃত্যুরই হাহাকার
হে অচিনলোক, খুলতে পারো অমৃত দুয়ায়?